সংবাদদাতা, শিলিগুড়ি : চরম অসহযোগ রেলে। ফলে না মেরামত করা যাচ্ছে রাস্তা, না বদলানো যাচ্ছে রাস্তার আলো। এর জেরে দুর্ভোগে রেলকর্মী ও সাধারণ মানুষ। পুরকর্মীরা রাস্তা মেরামত করতে গেলে বন্দুক তুলে আরপিএফ তাঁদের বন্দুক উঁচিতে তাড়া করছে। এমন অভিযোগ খোদ মেয়র গৌতম দেবের। শনিবার, শিলিগুড়ি পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে। ডিজেল কলোনির জনৈক রাজেশ যাদব মেয়রের কাছে ভাঙা রাস্তা নিয়ে অভিযোগ করেন। তখনই মহানাগরিক গৌতম দেব (Gautam Deb) তাঁকে জানান, রেল পুরসভাকে কাজ করতে দিচ্ছে না। পুরকর্মীদের কাজে বাধা দিচ্ছে। খারাপ আলো বদলাতে গিয়ে একজন কর্মীকে কিছুদিন আগে গ্রেফতারও করেছিল। রেলের দাবি, আলোর বিল কে দেবে! পুরসভা বিল দিতে রাজি হলেও ওরা কাজ করতে দেয়নি। এ নিয়ে মেয়র (Gautam Deb) রেলকে চিঠি দিচ্ছেন বলে জানিয়েছেন।