প্রতিবেদন : বিশ্বকাপের আবহেই শুরু হল বাংলার অন্যতম মেগা ইভেন্ট ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২২। শনিবার ডায়মন্ড হারবার এসডিও মাঠে প্রতিযোগিতার ষষ্ঠ সংস্করণের কিক অফ করলেন স্থানীয় সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অভিষেক বলেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এমপি কাপ। আগামী ২০ দিন ডায়মন্ড হারবারে কোনও রাজনীতি নয়, শুধুই ফুটবল উপভোগ করুন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, রাজনীতি, ফুটবল সবার। তাই বলি, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। রাজনীতি যখন হবে সেখানে বিরোধীদের গণতান্ত্রিক উপায়ে কীভাবে পুঁতে দিতে হয়, তা আমরা জানি। এরপরই অভিষেকের মন্তব্য, খেলায় হোক, মেলায় হোক, ছটে হোক, মঠে হোক, রাজনীতিতে হোক, উন্নয়নে হোক, কোভিড নিয়ন্ত্রণে হোক, ফুটবলে হোক— ডায়মন্ড হারবার এক নম্বরে।
আরও পড়ুন-আজ পরীক্ষা দেবেন ৬,৯০,৬৩২, টেট বানচালে চক্রান্ত চলছে, অভিযোগ পর্ষদ সভাপতির
২০১৭ সালে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। ধীরে ধীরে তুমুল জনপ্রিয়তা লাভ করে এমপি কাপ। গত বছর থেকেই আইএসএল এবং আন্তর্জাতিক ম্যাচের আঙ্গিকে প্রতিযোগিতাকে নতুন রূপ দেওয়া হয়। এই বছরও সেই ছবিটা ধরা পড়ল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং বজবজ। খেলা শুরুর আগে দু’দলের ফুটবলারদের সঙ্গে করমর্দন করে তাঁদের শুভেচ্ছা জানান অভিষেক।
আরও পড়ুন-EXCLUSIVE সাক্ষাৎকারে বিস্ফোরক সাকেত গোখেল, মেঘালয়-গোয়া-ত্রিপুরায় দলের স্ট্র্যাটেজি জানতেই গ্রেফতার
ডায়মন্ড হারবার মডেলকে অনুপ্রেরণা করে এখন বাংলায় বা বিভিন্ন রাজ্যে সাংসদ ও বিধায়করা এমপি কাপ, এমএলএ কাপ আয়োজন করছেন। আমার শুভেচ্ছা তাঁদেরকেও। ফুটবলের মাধ্যমে কেউ যদি সম্প্রীতি, ভালবাসা, সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে এলাকার উন্নতি করতে চান তার জন্য সাধুবাদ প্রাপ্য। বক্তব্য অভিষেকের। তিনি বলেন, গত বছর বাটা মাঠে ফাইনালের দিন আমি বলেছিলাম, তিন-চার মাসের মধ্যে ডায়মন্ড হারবার থেকে প্রথম ডিভিশন ফুটবল ক্লাব নামাব কলকাতা লিগে। প্রতিশ্রুতি আমরা রেখেছি। প্রথম বছরেই প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে দল। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এভাবেই আমার উপর আপনাদের আশীর্বাদ, ভালবাসার হাতটা রাখুন। তাহলেই আমরা আরও এগিয়ে যাব।
আরও পড়ুন-জনসংযোগ যাত্রা মন্ত্রী উদয়নের
এমপি কাপের উদ্বোধনী মঞ্চে রীতিমতো চাঁদের হাট। সাংসদ অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী দিলীপ মণ্ডল, দমকলমন্ত্রী সুজিত বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ ডাঃ শান্তনু সেন, শুভাশিস চক্রবর্তী-সহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পুরপ্রধান, ব্লক, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যরা। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বজবজের বিধায়ক অশোক দেব, ফলতার বিধায়ক শঙ্কর নস্কর, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্কর, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ, শক্তিপদ মণ্ডল, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অনেকেই অভিষেকের উদ্যোগে এমপি কাপ প্রতিযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন। উদ্বোধনী ম্যাচ শেষে মঞ্চ মাতালেন বিশিষ্ট সংগীতশিল্পী হানি সিং। স্থানীয় এসডিও মাঠে তিলধারণের জায়গা ছিল না। ম্যাচের পর সংগীত-সন্ধ্যাও তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সবাই।