প্রতিবেদন : পাঞ্জাবের পুলিশ স্টেশনে এবার আরপিজি হামলা। শুক্রবার গভীর রাতে পাকিস্তান সীমান্তের কাছে রকেট হামলা। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা হয় বলে জানা যাচ্ছে। রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি হামলা হয়েছে বলে স্বীকার করেছেন সরহলি পুলিশ স্টেশনের আধিকারিকরা। পাঞ্জাবের অমৃতসরের কাছে ভাটিণ্ডা হাইওয়েতে রয়েছে এই সরহলি পুলিশ স্টেশন। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন-গঙ্গা ও অববাহিকায় ভূগর্ভস্থ জল কমছে আশঙ্কাজনকভাবে
তবে আচমকা হামলায় গ্রেনেড হামলায় খসে পড়েছে পুলিশ স্টেশনের দেওয়ালের কাচ, ভেঙেছে জানলা। অত্যাধুনিক রকেট লঞ্চার কোথা থেকে এল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই রকেট লঞ্চ করার মতো প্রশিক্ষণই বা কোথায় দেওয়া হল তা নিয়েও চিন্তায় বিশেষজ্ঞরা। নেপথ্যে পাক গুপ্তচর সংস্থার হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি পাকিস্তানের দিক থেকে একাধিকবার ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাঠানোর অভিযোগ।