রিতিশা সরকার, শিলিগুড়ি : পর্যটন প্রসারে রেকর্ড আয় হল বেঙ্গল সাফারির (Bengal Safari)। গত আর্থিক বছরের থেকে প্রায় দ্বিগুণ আয় করে ইতিহাস সৃষ্টি করল বেঙ্গল সাফারির কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে শিলিগুড়ির (Siliguri) অদূরে গড়ে উঠেছে বেঙ্গল সাফারি। যেখানে খুব কাছ থেকে বিভিন্ন জন্তুদের দেখতে পায় পর্যটকরা। রাজ্যে সরকারের উদ্যোগে উত্তরের বিভিন্ন ডেস্টিনেশনে পর্যটকদের আনাগোনা ক্রমশ বেড়েই চলেছে। গত আর্থিক বছর ২০২১-২০২২ সালে বেঙ্গল সাফরির আয় হয়েছিল ১ কোটি ৭৬ লক্ষ টাকা। তবে চলতি আর্থিক বছর ২০২২-২০২৩ শেষ না হতেই নভেম্বর মাস পর্যন্ত ৩ কোটি টাকা আয় পার করেছে বেঙ্গল সাফারি। অবশ্যই এর কৃতিত্ব বেঙ্গল সাফরির ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা-সহ সমস্ত কর্মীর।
বেঙ্গল সাফারিতে (Bengal Safari) পর্যটকদের প্রবেশ মূল্য-সহ সাফারি থেকেই মূলত আয় হয়ে থাকে। তবে বেঙ্গল সাফারির মূল আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। এ ছাড়াও রয়েছে প্রচুর হরিণ, ভাল্লুক, কুমির, হাতি সাফারি, লেপার্ড-সহ আরও অনেক কিছু।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫ দফতরের সমন্বয়ে অভিযোগহীন পরীক্ষা
তবে এদিন এই বিষয়ে বেঙ্গল সাফরির ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা বলেন, বেঙ্গল সাফারির অনেক উন্নয়ন ও সংস্কার করা হয়েছে। বাচ্চাদের জন্য প্রচুর খেলার সামগ্রী বসানো হয়েছে। এ ছাড়াও বেঙ্গল সাফারিতে এসে অনেকেই সাফারি না করলেও এভিয়ারি এলাকায় পায়ে হেঁটে ঘুরলে প্রচুর জন্তু দেখতে পায়। সেই কারণেই দেশি-বিদেশি পর্যটক ছাড়াও স্থানীয়দের ভিড় ক্রমশ বাড়ছে। তবে শীত পড়াতেও প্রতিদিন ভিড় ভাল হচ্ছে।