সংবাদদাতা, বহরমপুর : টেট পরীক্ষা দিলেন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের (Berhampore Central Correctional Institution- TET) দুই বিচারাধীন বন্দি। রবিবার মুর্শিদাবাদের নওদা ও মালদায় টেট পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় তাঁদের কড়া পুলিশ পাহারায়। পরীক্ষা শেষে এক বন্দি রবিউল ইসলাম জানান, পরীক্ষা ভাল হয়েছে। জেলে বসেই পড়াশোনা করেন তিনি। নওদার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে টেট পরীক্ষা দিতে বসেন রবিউল। পরীক্ষা মিটে গেলে ওই দুই বন্দিকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে (Berhampore Central Correctional Institution- TET) নিয়ে আসা হয়। জেল সুপার সুপ্রকাশ রায় বলেন, ‘রবিউল ইসলাম দু’বছর বিচারাধীন রয়েছেন। তিনি নিজেকে তৈরি করার জন্য জেলের মধ্যেই সপ্তম শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন। দুই বন্দি রবিউল ইসলাম ও ইনসান আলিলির পড়াশোনার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। জেলের লাইব্রেরি রুমে দুজন পড়াশোনা করতেন, অন্যদেরও পড়াশোনা করতে সাহায্য করতেন।’ জেলায় ১৪৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৩ হাজার ৯০০ জন টেট পরীক্ষায় বসেন। পরীক্ষাকেন্দ্রগুলিতে পুলিশ প্রশাসন সবরকম ব্যবস্থার সুবন্দোবস্ত করে। জেলা তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কাছে পরীক্ষার্থীদের সাহায্যার্থে শিবির বসানো হয়।