সংবাদদাতা, বনগাঁ ও বালুরঘাট : রাজনীতির ময়দানে পায়ের তলায় জমি না পেয়ে এবার প্রশাসনিক আধিকারিকদের মারের নিদান দিচ্ছেন বিজেপি বিধায়করা। বিডিও-র অফিসে গিয়ে তাঁকে গণধোলাই ও পুলিশকে গাছে বাঁধার হুঁশিয়ারি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তার কিছুক্ষণের মধ্যেই বালুরঘাটের অফিসে ঢুকে বিডিও অনুজ শিকদারকে মারধর করলেন বিজেপি নেতা সুভাষ সরকার।
আরও পড়ুন-গ্রাম-শহরের অর্থনীতির মেলবন্ধন
সোমবার বনগাঁ ব্লক অফিসে আবাস যোজনা নিয়ে স্মারকলিপি জমা দেয় বিজেপি। তার আগে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বেলাগাম মন্তব্য করেন। তিনি বলেন, “আগামী দিনে মানুষের কাজ সঠিকভাবে না করার কারণে গেট ভেঙে আপনার ঘরে গিয়ে গণধোলাই দেবে সাধারণ মানুষ।” পাশাপাশি পুলিশের উদ্দেশ্যে তাঁর নিদান, “আগামীতে বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ আপনাদের গাছে বেঁধে রাখবে।” তার মধ্যেই পদ্ম শিবিরের হাতে আক্রান্ত হলেন বিডিও। বালুরঘাট বিডিও অফিসে ঢুকে বিডিও-কে চেয়ার ছুঁড়ে মারার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বিডিও অনুজ শিকদার জানান, এদিন দুপুরে অফিসে ছিলেন তিনি। অভিযোগ, আচমকা বিজেপি নেতা সুভাষ সরকার তাঁর ঘরে ঢোকেন এবং হঠাৎ ঘরে থাকা চেয়ার বিডিও-র দিকে ছুঁড়ে মারেন।