সুমন তালুকদার, বসিরহাট: বিরাট সাফল্য বসিরহাট স্বাস্থ্যজেলার। কেন্দ্রের বিচারে ৯৩.৯ শতাংশ নম্বর নিয়ে রাজ্যে প্রথম স্থান পেল টাকি গ্রামীণ হাসপাতাল। ৮৪.৫ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে বীরভূমের বোলপুর বাইপাস মোড়ের আরবান প্রাইমারি হেলথ্ সেন্টার ও তৃতীয় স্থানে বোলপুরের ধর্মরাজতলার ইউপিএইচসি-৩। পেয়েছে ৮৩ শতাংশ নম্বর।
আরও পড়ুন-বদলের প্রস্তাব নেই
বিরোধীরা নানান কুৎসা রটালেও, রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মান যে উন্নত হচ্ছে তাতে সিলমোহর দিল খোদ কেন্দ্র। ভারত সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্স বা এনকিউএএসের সমীক্ষার পরই এই তথ্য প্রকাশ্যে এসেছে। ২৮ ও ২৯ অক্টোবর এনকিউএএসের একটি দল টাকি গ্রামীণ হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন। হেলথ্ ফেসিলিটি, বিল্ডিং, পরিষেবা সন্তুষ্টি, জেনারেল ক্লিনিক, নবজাতকের চিকিৎসা পরিষেবা ইত্যাদি খতিয়ে দেখেই তাঁরা নম্বর দেন।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নিলেন দীপঙ্কর দত্ত
বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এনকিউএএস দেশ জুড়ে গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে সমীক্ষা চালায়। তাতেই এ রাজ্যে প্রথম হয়েছে টাকি গ্রামীণ হাসপাতাল। এই সাফল্য মুখ্যমন্ত্রীরই। আগামী দিনে টাকি গ্রামীণ হাসপাতালে তৈরি হতে চলেছে বড় আউটডোর, অপারেশন বা সিজারের মাধ্যমে প্রসূতি ডেলিভারি এবং এবং অপারেশন থিয়েটার বানিয়ে স্যাটেলাইট আই সার্জারি। এগুলো চালু হলে কলকাতায় না গিয়েও এখানে বহু মানুষ উন্নত পরিষেবা পাবেন। কমবে রেফার।