সংবাদদাতা, জলপাইগুড়ি : তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের ডাকা পাঁচ দিন ব্যাপী পদযাত্রার চতুর্থ দিনে ময়নাগুড়িতে পৌঁছল তাঁদের মিছিল। সোমবার বানারহাট থেকে ময়নাগুড়ির উদ্দেশ্যে এই মিছিল রওনা দেয়। চা-শ্রমিকদের পিএফ বঞ্চনা এবং চা-শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচিতে আলিপুরদুয়ার থেকেও চা-শ্রমিকরা এবং শ্রমিক নেতারা অংশ নেন। আলিপুরদুয়ার থেকে আসা এই মিছিল গয়েরকাটাতে এসে দু-পক্ষ মিলিত হয়।
আরও পড়ুন-মানুষের পরামর্শেই হবে উন্নয়ন
দুই জেলার মিছিল একত্রিত হয়ে ফের হাঁটা শুরু করে। গয়েরকাটা থেকে ১২ কিমি পথ হেঁটে এসে ধূপগুড়িতে এসে তাঁরা বিশ্রাম নেন, সেখানে দুপুরের আহার সেরে ফের তাঁরা ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। রবিবার জলপাইগুড়ির মিছিলটি নাগরাকাটা থেকে বানার হাটে পৌঁছয়। ওই দিনই আলিপুরদুয়ারের মিছিলটি বীরপাড়ায় এসে পৌঁছয়। সোমবার দুটি মিছিল আলাদা আলাদা ভাবে রওনা দিয়ে গয়েরকাটায় মিলিত হয়। সোমবারই এই মিছিল পৌঁছয় ময়নাগুড়িতে৷ এদিন মিছিলের প্রতিনিধিরা ময়নাগুড়ি ডাকবাংলোয় রাত্রিবাস করবেন। মঙ্গলবার ময়নাগুড়ি থেকে রওনা দিয়ে এই মিছিল জলপাইগুড়িতে পৌঁছবে। সেখানে প্রভিডেন্ট ফান্ড দফতর ঘেরাও করবেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন-ট্যাংরায় বিধ্বংসী আগুন
এদিনের মিছিলে জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, বানারহাট ব্লক তৃণমুল সভাপতি সাগর গুরুং, চা-শ্রমিক ইউনিয়নের নেতা রাজু গুরুং, ধূপগুড়ির শ্রমিক নেতারা সহ আলিপুরদুয়ারের চা-শ্রমিক নেতা বীরেন্দ্র বরা ওরাওঁ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক সহ অন্যান্য নেতা-নেত্রীরা অংশ নেন।