সংবাদদাতা, জলপাইগুড়ি: মরসুমি জ্বরে গোটা রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গে শিশুরা আক্রান্ত হচ্ছে। সমস্ত সরকারি হাসপাতালই এই সমস্যা মোকাবিলায় তৈরি। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা শিশু এবং সার্বিকভাবে সব রোগীকে পরিষেবা দিতে, বিশেষ করে করোনা-আক্রান্তদের জন্য জলপাইগুড়ির মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসেছে। পাশাপাশি বর্তমানে শিশুভর্তি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ শিশুবিভাগে শয্যার সংখ্যাও বাড়িয়ে ৬৩ করেছে।
আরও পড়ুন : শিশুকন্যাকে সুচ দিয়ে খুন, মৃত্যুদণ্ড মা ও প্রেমিকের
এতে খুশি হাসপাতালে আসা রোগীর পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। শিশু অন্তর্বিভাগ যথেষ্টই গুরুত্ব সহকারে দেখছে জেলা স্বাস্থ্য দফতর। অক্সিজেন প্ল্যান্ট বসানোয় রোগীরা পরিষেবা পেতে শুরু করেছেন। মিনিটে হাজার লিটার অক্সিজেন পাওয়া যাচ্ছে। বহির্বিভাগে শিশুদের নিয়ে মায়েরা ক্রমাগতই আসছেন। সেরে উঠে বাড়ি ফিরছেন। বহির্বিভাগের আসা জনৈক হরিশ লাকরা ও রবি সরকার বলেন, যথেষ্ট সুবিধা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট থেকে। আগে অক্সিজেন নিয়ে সমস্যা না থাকলেও এবার বাড়তি চাহিদা মেটাতে পরবে এই নতুন প্ল্যান্ট। সুপার ডাঃ সুরজিৎ সেন বলেন, অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ার পাশাপাশি শিশু অন্তর্বিভাগে শয্যাও বাড়ানো হয়েছে।