সংবাদদাতা, শিলিগুড়ি : স্বাস্থ্য দফতরের তৎপরতায় শিশুদের জ্বর অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্ত শিশু সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে পরীক্ষানিরিক্ষা। মরশুমি জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি ছিল উত্তরবঙ্গে। কিন্তু এবার স্বস্থির খবর। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে জ্বরের প্রকোপ কমছে। আক্রান্ত হলেও কম দিনেই সুস্থ হয়ে উঠছে শিশু এমনটাই জানালেন দার্জিলিং জেলা সিএমওএচ ডাঃ প্রলয় আচার্য।
আরও পড়ুন :ঘুর্ণাবর্ত ও নিম্নচাপে, ভারী বৃষ্টির পূর্বাভাস
দার্জিলিং জেলা সিএমওএচ ডঃ প্রলয় আচার্য বলেন, ‘প্রথমদিকে শিশুদের নিয়ে করোনার আতঙ্কে ভুগছিলেন অভিভাবকেরা। কিন্তু দফায় দফায় নমুনা পরীক্ষার পর সবকটি রিপোর্ট নেগেটিভ দেখে স্বস্তি ফিরেছে। সোমবার ১০ টি শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তার মধ্যে দুটি ডেঙ্গু ও বাকি সব মরশুমি জ্বর।’
তিনি আরও বলেন,বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না শিশুদের। সামান্য ওষুধ খেয়েই সেড়ে উঠছে তারা। করোনার আতঙ্ক কাটায় এখন খুব কম শিশুই হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল সুপার জানিয়েছেন, ৫ জন শিশু চিকিৎসক রয়েছেন জেলা হাসপাতালে। জ্বর মোকাবিলায় শিলিগুড়ির জেলা হাসপাতালে শিশুদের জন্য ৫০ টি শয্যা বাড়ানো হয়েছে ।