বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২, যখন ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে চারটে তুমুল আড়ম্বর এর সঙ্গে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) শুরু হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International film festival)। এবারের এই চলচ্চিত্র উৎসব যেন চাঁদের হাট। পুরো অনুষ্ঠানের তদারকির দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে ওখানে পৌঁছেছেন অমিতাভ বচ্চন। ছিলেন মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-আসানসোল পদপিষ্ট কাণ্ডে সরব কুণাল: বিচারপতি মান্থার জন্যই বেপরোয়া শুভেন্দু
এদিন অনুষ্ঠানের শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সম্বর্ধনা জানালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংসদ অভিনেতা দেব সম্বর্ধনা জানালেন অমিতাভ বচ্চনকে। বীরবাহা হাঁসদা সম্বর্ধনা জানালেন জয়া বচ্চনকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। পরিচালক মহেশ ভট্টকে সম্বর্ধনা জানালেন বিধায়ক কাঞ্চন মল্লিক। শাহরুখ খানকে সম্বর্ধনা জানালেন।শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্পিকার শ্রী বিমান বন্দোপাধ্যায়কে ও রানী মুখোপাধ্যায়ের বরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাবার অসুস্থতা সত্ত্বেও এদিন উপস্থিত আছেন চঞ্চল চৌধুরী। নিজের বক্তব্যে রাজ চক্রবর্তী জানালেন, অমিতাভ বচ্চনকে শ্রদ্ধা জানিয়ে দেখানো হবে তাঁর অভিনীত বেশ কিছু ছবি। এর মধ্যে রয়েছে ‘দিওয়ার, ‘ব্ল্যাক’, ‘কালা পাত্থর’ ‘অভিমান।
আরও পড়ুন-আজ ওড়িশা জয়ের লক্ষ্যে মোহনবাগান
এই সময়ের মধ্যেই মঞ্চে এসে পড়লেন বলি অভিনেতা শাহরুখ খান ও রানী মুখোপাধ্যায়। অমিতাভ বচ্চনের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হল আজকের এই বিশেষ অনুষ্ঠান।