বিরোধী দলনেতা অপরাধী, চোখ বন্ধ করে আছে বিচারব্যবস্থা, ক্ষোভ প্রকাশ সায়নীর

বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত। জমি মজবুত করতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই।

Must read

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত। জমি মজবুত করতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন দলের নেতারা। আগামী ২৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৯ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সূত্রের খবর রাজ্যের সব বিজেপি সাংসদকে দিল্লিতে ডাকা হয়েছে।

আরও পড়ুন-অমিতাভ বচ্চনের গলায় স্ত্রোত্রপাঠ, মুখ্যমন্ত্রীর আদর জয়া বচ্চনকে, শুভ সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

সেই সময় জেলা সফরে যাবেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। কিন্তু সেই দিন পরিবর্তন করে ২৮ ও ২৯ তারিখ করা হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে। এর পরেই টুইট বার্তায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সায়নী। তিনি লেখেন, ‘বাংলার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী অপরাধী নেতা। তার বিরুদ্ধে এলওপির একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে, কিন্তু বিচার বিভাগ চোখ বন্ধ করে রেখেছে। এটাই কি বাংলার মানুষের প্রাপ্য? ন্যায়বিচার কি তাদের জন্য শুধুমাত্র একটি মিথ?’

 

Latest article