কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) এবারের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’ (Meet the World, at the World of Cinema)। আজ তার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল কলকাতার নেতাজি ইন্ডোরে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অনুরোধে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে গান গাইলেন অরিজিৎ
সেখানেই হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালনায় জয়া-অমিতাভ (Amitanj-Jaya) জুটির জনপ্রিয় সিনেমা ‘অভিমান’ (Abhiman) দেখানো হয়। কিন্তু আজকের এই অনুষ্ঠান উদ্বোধনের মঞ্চে জয়ার গলায় অভিমানের সুর স্পষ্ট হল। এদিন সঞ্চালিকা জুন ‘জামাইবাবু’ বলে অমিতাভকে সম্ভাষণ করেন। অমিতাভও এদিন বললেন, ‘এই শহরেই আমার প্রথম চাকরি। জয়ার প্রথম ছবি।’ এরপরেই মঞ্চে জয়া বলেন মেয়ের থেকে জামাইয়ের দাম বেশি কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন সম্মোধন করে তিনি বলেন, ‘বেশি কিছু বলব না। তিন বছর ধরে ভেবে ভেবে বুকে-পেটে কথা জমিয়ে রেখেছে। আজ তো তিনি (অমিতাভ বচ্চন) বলবেন। দু-বছর আগে আসার কথা ছিল। কিন্তু কী যে করে আমি বুঝি না। এক্ষুনি শাহরুখকে বলছিলাম রোজ একবার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল। মাথাটা ঠিক আছে সেটাই অনেক। আর জামাইয়ের সামনে মেয়ের দর খুব কম।’
অবশেষে জয়ার বক্তব্য , ‘মমতা অনেক ধন্যবাদ এবং তুমি জানো আমি তোমার পাশে রয়েছি সবসময়।’ এই কথার মধ্যে কোন রাজনৈতিক বার্তা আছে কিনা সেই নিয়ে জল্পনা এর মধ্যেই শুরু।