সংবাদদাতা, হুগলি : আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভার গোঘাট ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কামারপুকুর চটির মোড়ে উপচে পড়া ভিড়ে বিশাল কর্মী-সম্মেলন হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, যুব সভাপতি পলাশ রায়-সহ দলের অন্য নেতৃত্ব।
আরও পড়ুন-ধার শোধ করতে না পারায় গবেষক ভাড়াটেকে খুন করল বাড়িওয়ালা
নেতৃত্বরা আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কীভাবে সকলকে একসঙ্গে লড়াই করে দলকে জেতাতে হবে তার কথা বলেন। সভা থেকে তৃণমূল নেতৃত্ব কর্মী-সমর্থকদের বার্তা দেন, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যেসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন সেগুলোর কথা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে। আরামবাগ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রে যেসব ভুলত্রুটির জন্য বিধানসভা ভোটে পরাজিত হয় দল, আগামী দিনে সেগুলো শুধরে মানুষের কাছে পৌঁছে রাজ্যের উন্নয়ন নিয়ে সরব হতে হবে। পঞ্চায়েত ভোটে সবাই একত্রে লড়ে তৃণমূলকে জেতানোর বার্তা দেন তাঁরা কর্মীদের।