প্রতিবেদন : সুন্দরবনে ভারত-বাংলাদেশ জল সীমান্তে চালু হল সীমান্তরক্ষী বাহিনীর সম্পূর্ণ মহিলা পরিচালিত সীমান্ত চৌকি। মাস ছয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুন্দরবন এলাকায় ভারত-বাংলাদেশ জল সীমান্তে নজরদারি বাড়াতে ছ’টি অত্যাধুনিক ভাসমান সীমান্ত চৌকির উদ্বোধন করেন।
আরও পড়ুন-পাখির চোখ পঞ্চায়েত ভোট গোঘাট
এবার তারই একটি পরিচালনার দায়িত্ব দেওয়া হল বিএসএফের মহিলা প্রহরীদের। সীমান্ত প্রহরী গঙ্গা নামে ওই আউটপোস্টে কমান্ডিং অফিসার থেকে জওয়ান সহ সমস্ত কর্মীরাই মহিলা। সাব ইন্সপেক্টর সীমার নেতৃত্বে সেখানে মোতায়েন রয়েছে এক প্লাটুন মহিলা বিএসএফ প্রহরী। আউট পোস্টের কমান্ড্যান্ট সীমা জানালেন, সীমান্ত পথকে ব্যবহার করে মাদক, অস্ত্রশস্ত্র, কাঠ ও সুন্দরবনের বিলুপ্ত পশুদের চোরাচালান ও অবৈধ পাচার রুখতে দিনরাত কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছেন তাঁরা। সুন্দরবনের শ্বাপদসংকুল অরণ্যে ঘেরা নদীপথে দিনের আলোর মতো রাতের অন্ধকারেও চলে টহলদারি। সেই কাজে বাহিনীর পুরুষ জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করছেন ওই মহিলা প্রহরীরা।