প্রতিবেদন : সারদা মায়ের ১৭০তম জন্মতিথি পালন হল ভক্তিভরে। বৃহস্পতিবার জয়রামবাটি, রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, বাগবাজারে মায়ের বাড়িতে মঙ্গল আরতি এবং পুজোর আয়েজন করা হয়। ভোর চারটে ৪৫ মিনিটে বেলুড় মঠের অনুষ্ঠান শুরু হয়। বেদ পাঠ, স্তব গান, ভজন, পুজো, হোম, মাতৃসংগীত, শ্রীশ্রীমায়ের কথা পাঠ, ভক্তিগীতি, গীতিনাট্য, শ্যামাসংগীত, পদাবলি কীর্তন, ভজন, ধর্মসভা হয়।
আরও পড়ুন-হাইকোর্টেই সিদ্ধান্ত
এরপরই হয় প্রসাদ বিতরণ। বিশেষ দিনে প্রসাদ পেতে বহু ভক্ত এসেছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে। সন্ধ্যায় আরতি ও ভজন দিয়ে শেষ হয় এদিনের মা সারদার জন্মতিথির অনুষ্ঠান। প্রসঙ্গত, করোনা-পর্বের বিধিনিষেধ না থাকায় এবার সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় ও বাগবাজারে সকাল থেকে ভক্ত সমাগম হয়। শ্রীশ্রী সারদামায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে জয়রামবাটিতে ছিল উৎসবের মেজাজ। জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী এদিন হাজির হয়েছিলেন মাতৃমন্দিরে। ফুল, মালা আর আলপনা দিয়ে সাজানো হয় ‘মায়ের বাড়ি’।