বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২, বিকেল সাড়ে চারটে তুমুল আড়ম্বর এর সঙ্গে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) শুরু হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International film festival)। এবারের এই চলচ্চিত্র উৎসব যেন চাঁদের হাট। পুরো অনুষ্ঠানের তদারকির দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে ওখানে পৌঁছেছেন অমিতাভ বচ্চন। ছিলেন মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-ভক্তিভরে পালিত হল মা সারদার জন্মতিথি
এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আজকের দিনের বিশেষ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে সকলকে ধন্যবাদজ্ঞাপন করেছেন। তিনি লেখেন মাননীয় রাজ্যপাল সিভি বোস, অমিতাভ বচ্চন, সৌরভ গাঙ্গুলী, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী, জয়া বচ্চন এর মত বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমি আজ ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছি। #KIFF একটি প্ল্যাটফর্ম হিসাবে আমাদের সাংস্কৃতিক বিনিময়কে আরও উচ্চতায় নিয়ে যাবে!’
I inaugurated the 28th Kolkata International Film Festival today with luminaries like Hon’ble Governor CV Bose, @SrBachchan, Jaya ji, @iamsrk, @ShatruganSinha, @SGanguly99, Rani Mukherjee, among others.#KIFF as a platform will take our cultural exchange to even greater heights! pic.twitter.com/zxWqfalpgC
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2022