সংবাদদাতা, আলিপুরদুয়ার : আবাস যোজনায় কোনও বেননিয়ম রয়েছে কিনা তা খুঁজে বের করতে প্রশাসনের তরফে চলছে সার্ভে। এই সার্ভেতেই বাধা দিচ্ছে বিজেপি। বৃহস্পতিবার দিনভর জেলার প্রতিটি ব্লকে কর্মী জমায়েত করে বিশৃঙ্খলার সৃষ্টি করল বিজেপি। আবাস যোজনার কাজ শুরু হবার পর থেকেই আদাজল খেয়ে কাজে বাগড়া দিতে নেমেছে বিজেপি। কখনো সার্ভে করতে যাওয়া আশা কর্মীদের কাজে বাধা দেওয়া, কখনও গ্রাম পঞ্চায়েত অফিসে দলবল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজ করে চলছে জেলার বিজেপি নেতা-কর্মীরা। দীর্ঘদিন আটকে রাখার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর চাপে সম্প্রতি আবাস যোজনার অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র।
আরও পড়ুন-দার্জিলিঙে ৬৫০০ গিটারে জমবে মেসি-এমবাপের লড়াই
কিন্তু সেই কাজ সঠিক ভাবে রূপায়ণের পথে জেলায় একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে বিজেপি। যদিও চাহিদার তুলনায় অনেক কম অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র সরকার, তবুও সেই অর্থেই রাজ্য সরকার মানুষের কাছে আবাস যোজনার ঘর তুলে দেবার কাজ শুরু করেছে। কিন্তু বিজেপি যে সাধারণ মানুষের ভাল চায় না তা ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে এই কাজে বাধার সৃষ্টি করে। এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, সাধারণ মানুষ বাংলার আবাস যোজনার ঘর পাক তা বিজেপি চায় না, তাই নানা অছিলায় প্রতিনিয়ত বিশৃঙ্খলার সৃষ্টি করছে। মানুষ এটা ভালভাবে নেবে না।