প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে চলেছে জোকা থেকে তারাতালা মেট্রো রেল। নভেম্বর মাসেই অনুমতি মিলেছে যাত্রী পরিষেবা শুরু করার। আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এই মেট্রো পরিষেবা। তার পরেই সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হবে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। ফলে এই পরিষেবা চালু হলে বিশেষ করে বেহালাবাসীদের জন্য অনেকটাই সুবিধা হবে। এই সপ্তাহেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটতে পারে মেট্রো।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী-সহ গোটা তৃণমূল পরিবার বস্তিবাসীদের পাশে
ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। কিন্তু অনুমতি দিলেই মেট্রো যাত্রী নিয়ে দৌড় শুরু করতে পারবে, এমন নিশ্চয়তা কোথায়? কারণ জোকা থেকে তারাতলা পর্যন্ত ছ’টি স্টেশনে মেট্রো চালাতে গেলে যে পরিমাণ কর্মী দরকার, সেই সংখ্যক কর্মী অপ্রতুল বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই কর্মী ঘাটতি মেটানোর জন্য কী পদক্ষেপ গ্রহণ করা যায়। সেটা নিয়ে সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-আবাস-সমীক্ষায় বাধা বিজেপির
এই মর্মে আজকে মেট্রো কর্তৃপক্ষ জোকা মেট্রো স্টেশন পরিদর্শন করেন। খুঁটিয়ে দেখা হয় মেট্রো লাইন থেকে নিয়ে স্টেশনের পরিকাঠামো। পরিদর্শনের পর সিদ্ধান্ত হয় যে আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে পারে জোকা থেকে তারাতলা মেট্রো স্টেশন পর্যন্ত। ফলে এই অঞ্চলের মানুষের জন্য সুখবর যে এবার খুব শীঘ্রই কম সময়ের মধ্যে মানুষ দক্ষিণ থেকে মধ্য বা উত্তর কলকাতা আসতে পারবে।