লখনউ : ফের কৃষক নেতা রাকেশ টিকায়েতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন অক্ষয়ভর লাল গোন্দ নামে উত্তরপ্রদেশের এক বিজেপি সাংসদ। কৃষক নেতা রাকেশ টিকায়েতকে ‘ডাকাত’ বলে মন্তব্য করেন উত্তর প্রদেশের ওই বিজেপি সাংসদ। অক্ষয়ভর লাল বাহরিচের বিজেপি সাংসদ। মঙ্গলবার এই বিজেপি সাংসদ কৃষক আন্দোলনকে কটাক্ষ করে বলেন, কোনও কৃষকই আন্দোলন করছেন না। যদি প্রকৃত কৃষকরা আন্দোলন করতেন তবে এতদিনে দেশে খাদ্যশস্যের আকাল দেখা দিত। শাকসবজি, দুধ, খাদ্যশস্য ও ফল- কোনওকিছুই বাজারে পৌঁছত না। কিন্তু সেটা হয়নি। তার মানে কৃষকরা আগের মতই নিজেদের কাজ করে চলেছেন। কিছু ভেকধারী কৃষক যারা আদতে রাজনৈতিক মদতপুষ্ট লোক তারাই আন্দোলন করছে। অক্ষয়ভর আরও বলেন, রাকেশ টিকায়েত একজন ডাকাত। তিনি যাদের নিয়ে আন্দোলন করছেন তাঁরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন। এঁরা শিখস্তান ও পাকিস্তান প্রভাবিত।
আরও পড়ুন :তৃণমূল কংগ্রেসকে রুখতে ত্রিপুরা জুড়ে ১৪৪ ধারা জারি বিজেপির
বিজেপি সাংসদের দাবি, এই আন্দোলনের নেপথ্যে রয়েছে বিদেশি শক্তির হাত। সুদূর কানাডা থেকেন আন্দোলনকারীদের হাতে টাকা আসছে। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কুৎসা করতেই এই অর্থ পাঠানো হচ্ছে। দেশের গোয়েন্দা সংস্থা এর তদন্ত করছে বলেও অক্ষয়ভর মন্তব্য করেন। উল্লেখ্য, মোদি সরকারের তৈরি তিন কৃষি আইনের বাতিলের দাবিতে গত কয়েকমাস আগে উত্তাল হয়েছিল রাজধানী দিল্লি। দেশ তো বটেই সারা বিশ্বে এই আন্দোলন নিয়ে শুরু হয় সমালোচনা। আন্দোলনকারী কৃষকদের আশঙ্কা, নতুন আইনের ফলে তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন। বড় কর্পোরেট হাউসের হাতে চলে যাবে দেশের কৃষি ব্যবস্থা। তাই ওই তিন আইন বাতিলের দাবিতে গত এক বছর ধরে দিল্লির সিঙ্ঘু বর্ডারে আন্দোলন শুরু করেছেন কৃষকরা।