প্রতিবেদন : কলকাতায় ৬০০-র বেশি সংস্থা আগুন প্রতিরোধে দমকলের বিধিনিষেধ মানছে না। ফায়ার অডিটে এই রিপোর্ট ধরা পড়েছে। এর প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে ওইসব সংস্থাকে সতর্ক করে কড় চিঠি পাঠাবে দমকল। এ ছাড়া অগ্নিকাণ্ডপ্রবণ তপসিয়া ও ট্যাংরা এলাকায় ৪০০টি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। এইসব জায়গায় আগুন নেভাতে জলের ব্যবস্থা ও দমকলের ইঞ্জিন কাজ করার মতো রাস্তা করতে হবে।
আরও পড়ুন-২ লক্ষ চাষিকে শস্যবিমার আওতায় আনতে উদোগী জেলা প্রশাসন
শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু ও পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ড রুখতে ফায়ার অডিটের উপর জোর দিয়েছিলেন। সেই মতো অডিটও হয়। দমকলমন্ত্রী সুজিত বসু শুক্রবার বলেন, আইন না মানার তালিকায় কারখানা থেকে শুরু করে হোটেল, রেস্তরাঁ, দোকান— এই ধরনের সংস্থা রয়েছে। মন্ত্রী জানান, আইনমতো আমরা এখনই ওইসব সংস্থা বন্ধ করে দিতে পারি। কিন্তু আমরা চাই না কারও আর্থিক ক্ষতি হোক। তাই ফের সতর্কতামূলক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।