প্রতিবেদন : জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ফের কানাডার ক্ষমতায় ফিরল। ভোটদান পর্ব মেটার পর মঙ্গলবার শুরু হয় ভোটগণনা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ দল লিবারেল পার্টির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে।
যদিও ট্রুডোর দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে জানা গিয়েছে। তবে, তারপরেও জাস্টিন ট্রুডোর পার্টি তৃতীয়বার কানাডার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসল। ভোট গ্রহণ মেটার পর বিভিন্ন জনমত সমীক্ষা দেখা গিয়েছিল যে, কানাডায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছেন ট্রুডো।
আরও পড়ুন :ভ্যাকসিন নিয়ে পক্ষাঘাতগ্রস্ত
জনমত সমীক্ষা অনেকটাই মিলিয়ে দিয়ে নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ডেও সেই আভাসই মেলে। পরে তা প্রমানিত হয়। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ তথা হাউন্স অফ কমন্সে ৩৩৮ টি আসনের মধ্যে ১৫৫ টিতে এগিয়ে ছিল শাসক দল লিবারেল পার্টি। অন্যদিকে, কনজারভেটিভ দল এগিয়ে ছিল ১২৩টি আসনে।