তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের কর্মিসম্মেলনে ঘোষণা, প্রতি বুথের কর্মিদল ঘুরবে বাড়ি বাড়ি

Must read

সংবাদদাতা, আরামবাগ : আরামবাগ সাংগঠনিক হুগলি জেলা তৃণমূলের উদ্যোগে তারকেশ্বর (TMC- Tarakeswar) সাহারপুর মাঠে এদিন তৃণমূল কংগ্রেসের এক কর্মিসম্মেলন হল। এদিনের সভায় ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহরায়, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা, যুব সভাপতি পলাশ রায় ও তৃণমূলের অন্য নেতৃত্ব। সভা থেকে রামেন্দু সিংহরায় বলেন, আরামবাগের প্রত্যেক বুথ থেকে ৩০ থেকে ৩৫ জন করে কর্মী ঠিক করতে হবে, যাঁরা প্রত্যেক বুথে বুথে এবং সমস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের (TMC- Tarakeswar) উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরবেন। আর যাঁরা এই সব প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের দুয়ারে সরকারের মাধ্যমে সেই সব সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও জেলা সভাপতি আরও বলেন, বিগত বাম আমলে সিপিএম যেভাবে আরামবাগে শুধু খুনের রাজনীতি করেছে, তা মানুষের সামনে আনতে হবে। আর বিজেপির সম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। এদিনের সভায় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

আরও পড়ুন-জলঙ্গির কৃষক পাবেন বিনামূল্যে সেচের জল

Latest article