‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series) — ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-একদা ফরাসি উপনিবেশ চন্দননগর কাঁপছে ফুটবল-জ্বরে
সূর্য সকাল
সবুজ আসুক ফিরে
সমগ্র বিশ্ব জুড়ে,
বেদনা যার দূরে
হতাশা যাক সরে
সৃষ্টির ঘাসে, ঘাসে
নব প্রজন্ম হাসে।
একটু ফিরে দেখা
সুরসৃষ্টির লেখা।
সুর ও মাটির দৃষ্টি জুড়ে
বাতাস আসুক বর্ষাভরে।
কিচির-মিচির পাখির স্বরে
মন খুলে হাসো সূর্য সকালে।