প্রতিবেদন : ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় প্রবল সমালোচনার শিকার হলেন পাকিস্তানের দারিদ্র দূরীকরণ ও সামাজিক সুরক্ষামন্ত্রী তথা পিপিপি নেত্রী সাজিয়া মারিক (Shazia Marri)। প্রবল নিন্দা ও সমালোচনার চাপে পড়ে ২৪ ঘণ্টার মধ্যেই নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন মারি (Shazia Marri)। এবার তিনি বললেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দায়িত্বশীল রাষ্ট্র।
পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর তাঁকে আড়াল করতে একের পর এক মন্তব্য করেছেন সাজিয়া। তাঁর দাবি, পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতীয় মন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্যের জবাব দিয়েছেন মাত্র। পাক সংবাদমাধ্যম বোল নিউজকে শনিবার রাতে দেওয়া এক সাক্ষাৎকার সাজিয়া হুমকির সুরে বলেছিলেন, ভারতের মনে রাখা উচিত পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে। চুপ করে বসে থাকার জন্য পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশের তকমা দেওয়া হয়নি। প্রয়োজন হলে আমরা চুপ করে বসে থাকব না। কার্যত ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পিপিপি নেত্রী।
আরও পড়ুন-ইরানে ধৃত অস্কারজয়ী অভিনেত্রী