নয়াদিল্লি : বিগত ৫টি অর্থবর্ষে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তরফে মুছে ফেলা ঋণের মোট পরিমাণ ১০ লক্ষ ৯ হাজার ৫১১ কোটি টাকা। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের মৌখিক প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও যে বিপুল অঙ্কের ঋণ মুছে ফেলেছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সেই ঋণগ্রহীতাদের মধ্যে বড় ১০টি নামের তালিকা চেয়েছিলেন মালা রায়। কিন্তু সেই তথ্য দেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন-সংসদে বিজেপিকে বিঁধে সরব ডেরেক
মালা রায়ের প্রশ্নের জবাবে নির্মলা সীতারামন যে তথ্য দিয়েছেন সেখানে দেখা গিয়েছে, ঋণ মুছে ফেলার নিরিখে শীর্ষে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঋণ মুছে ফেলেছে, সেগুলির নাম এবং মুছে ফেলা ঋণের অঙ্ক উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। কিন্তু জানতে চাওয়া হলেও সেখানে কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি কেন্দ্রীয় মন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় স্টেট ব্যাঙ্কের ২০২১-২২ অর্থবর্ষে মুছে ফেলা ঋণের পরিমাণ ১৯ হাজার ৬৬৬ কোটি টাকা।
আরও পড়ুন-রাষ্ট্রপতির বার্তা
স্টেট ব্যাঙ্ক সবচেয়ে বেশি পরিমাণ ঋণ মুছে ফেলেছে ২০১৮-১৯ অর্থবর্ষে, ৫৮ হাজার ৯০৫ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্কের মুছে ফেলা ঋণের অঙ্ক ৫২ হাজার ৩৬২ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবর্ষে মুছে ফেলা ঋণের অঙ্ক ৩৯ হাজার ১৫১ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে সংখ্যাটা ৩৪ হাজার ৪০২ কোটি টাকা। মুছে ফেলার ঋণের পরিমাণের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। বিগত ৫টি অর্থবর্ষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুছে ফেলা ঋণের পরিমাণ ৬৭ হাজার ২১৪ কোটি টাকা, ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে ৬৬ হাজার ৭১১ কোটি টাকা।