বিদ্যালয় পরিদর্শন করবেন বিচারপতি

তিনি বলেন, আগে ভাল করে পড়াও ছাত্রদের, তারপরে বদলি। এই প্রসঙ্গেই তিনি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেন।

Must read

প্রতিবেদন : শিক্ষার (education) মান খতিয়ে দেখতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (judge)। সোমবার এক বদলি মামলার শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন, শিক্ষকদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধে পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও অধিকার আছে উপযুক্ত শিক্ষার।

আরও পড়ুন-কপালকুণ্ডলার মন্দির সংস্কারের উদ্যোগ

এই আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত। তিনি বলেন, আগে ভাল করে পড়াও ছাত্রদের, তারপরে বদলি। এই প্রসঙ্গেই তিনি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেন। বদলির আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুরুলিয়া ঘোড়াশূল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক।

Latest article