কুলিক পক্ষীনিবাসে পিকনিকে নিষেধাজ্ঞা জারি

এবার বন্যপ্রাণী রক্ষায় বিশেষ ব্যবস্থা নিল বন দফতর। পরিবেশ অনুকূল রাখতে কুলিকে পিকনিকে নিষেধাজ্ঞা দিল বন দফতর।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: শীত পড়তেই শুরু হয়েছে পিকনিকের হিড়িক। উত্তরের নদীর তীরবর্তী এলাকা থেকে বনাঞ্চল প্রতিদিনই হাজির হচ্ছেন বহু পর্যটক। এরমধ্যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিকে সব থেকে বেশি ভিড় হচ্ছে। চলছে পিকনিকের তোড়জোড়ও। অতিরিক্ত কোলাহল, দূষণের কারণে সমস্যা হচ্ছে বন্যপ্রাণীদের।

আরও পড়ুন-শিলিগুড়ির উন্নয়নে স্কিম ব্যাঙ্কের ভাবনা

এবার বন্যপ্রাণী রক্ষায় বিশেষ ব্যবস্থা নিল বন দফতর। পরিবেশ অনুকূল রাখতে কুলিকে পিকনিকে নিষেধাজ্ঞা দিল বন দফতর। নিষেধ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা বন আধিকারিক কমল সরকার। তিনি বলেন, এবছরেও কুলিক বনাঞ্চল কিংবা আব্দুলঘাটা ও শিয়ালমনি অঞ্চলের সংরক্ষিত এলাকায় কোনওরকম পিকনিকের ওপর নিষেধাজ্ঞা রাখা হয়েছে। এই বিষয়ে বনকর্মীদের দিয়ে বাড়তি নজরদারি রাখছে বনবিভাগ। বন বিভাগের এই সিদ্ধান্তে খুশি পরিবেশ ও পশুপ্রেমীরা।

Latest article