সংবাদদাতা, রিষড়া : স্বামী-স্ত্রীর বাগ্যুদ্ধ ঘর ঘর কা কহানি। তাই বলে একে অপরের গায়ে হাত দিলেই বিদ্যুতের শক! ভূতুড়ে এই কাণ্ড রিষড়ায়, রেলপাড় সুকান্তনগরে অনিন্দ্য সাহার বাড়িতে। ভয়ে ওঁরা ওঁদের ছেলেকেও স্পর্শ করছেন না। বিদ্যুৎবিচ্ছিন্ন করেও সুরাহা হচ্ছে না। মঙ্গলবার সকাল থেকেই নাকি ঘটছে এই শক-কাণ্ড।
আরও পড়ুন-পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে বেপাত্তা চৈতালি
বিদ্যুৎপ্রবাহে গোলযোগের কারণে ভেবে খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি অফিসে। কর্মীরা বিদ্যুৎবিচ্ছিন্ন করলেও কাজ হয় না। বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার জানিয়েছেন, এটা আবহাওয়ার কারণে হতে পারে। সেক্ষেত্রে সাময়িকভাবে এটা হচ্ছে, পরে কেটে যেতে পারে। বিজ্ঞানকর্মীদের বক্তব্য, শীতকালে স্থির তড়িতের কারণেও অনেক সময় শক লাগে। ওঁরা সম্ভবত বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন বলেই ভাবছেন বারবার শক লাগছে। ঘটনার কথা জানাজানি হতেই পাড়াপড়শি ভিড় জমিয়েছে।