সংবাদদাতা, বিষ্ণুপুর : জেল হেফাজতে থাকা বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আরও এক দুর্নীতি সামনে এল। গত কয়েক বছরে বিষ্ণুপুরের বিভিন্ন রাস্তার মোড়ে উচ্চ বাতিস্তম্ভ বসানো হয়। অভিযোগ, ওই কাজে শ্যামাপ্রসাদ মোটা টাকা তছরুপ করেছে । শুধু তাই নয়, ৪৩টি বাতিস্তম্ভের মধ্যে ছ’টি উধাও। ৩৭টি স্তম্ভের খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশ পুরসভায় গিয়ে নথি উদ্ধার করে। টেন্ডার কাণ্ডের তদন্তে নেমে একের পর এক দুর্নীতি সামনে আসছে জানা গিয়েছে।
আরও পড়ুন –দুর্গত এলাকায় মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে রিপোর্ট
২০১৭ থেকে ২০১৮ অর্থবর্ষে এই বাতিস্তম্ভ বসানো হয়। যেসব বাতিস্তম্ভ বসেছে তাতেও আর্থিক তছরুপ ধরা পড়ে। এছাড়া ছ’টি বাতিস্তম্ভের টাকা লোপাট করেছে বলে পুুলিশের প্রাথমিক অনুমান। তদন্তকারী অফিসাররা তাই পুরসভা থেকে সমস্ত নথি সংগ্রহ করেছেন। তা এখন পুলিশ খতিয়ে দেখছে।
আরও পড়ুন –“আপনার একটি ভোট আমার কাছে একটি চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, তারা! চেতলায় নস্টালজিক মমতা বন্দ্যোপাধ্যায়
শ্যামাপ্রসাদকে ঘিরে বিষ্ণুপুর পুরসভা একটি দুর্নীতিচক্র গড়ে উঠেছে। ইতিমধ্যে তার দুুই সহযোগীকে গ্রেফতারও করেছে। বেনামে আয় বহির্ভূত একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। শ্যামাপ্রসাদের ব্যাঙ্কের ভল্ট ভেঙে পুুলিশ কয়েক লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি বহু সোনা উদ্ধার করেছে। এর মধ্যে সোনার বিস্কুটও রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদের পরিবারের বিভিন্ন সদস্যের নামে জমি থেকে ফ্ল্যাট রয়েছে। টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত শ্যামাপ্রসাদের পরিবারের সদস্যরা কীভাবে এইসব সম্পত্তি করলেন তা নিয়ে তদন্ত হচ্ছে।