প্রতিবেদন : বিজেপির দুই ভাড়াটে সেনা সিপিআইএম ও কংগ্রেসকে (CPM-Congress) নিয়ে সবাইকে সতর্ক করে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুরের গ্রন্থাগার মাঠের সভা থেকে মালদহবাসীকে সতর্ক করে দেন তিনি। এদিন হরিশ্চন্দ্রপুরের মানুষের জমায়েতে উপচে পড়ে সভার মাঠ। শুরু হয়ে যাওয়ার পরও সভায় লোক আসার বিরাম ছিল না। মহিলাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সভার প্রধান বক্তা ছিলেন কুণাল। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, বিজেপি যেখানে একা পারছে না, যেখানে ঢুকতে পারছে না, সেখানে তাদের দুই ভাড়াটে সেনাকে দিয়ে তৃণমূলকে রোখার চেষ্টা করছে। এদের নিয়ে সাবধানে থাকবেন। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপির পাশাপাশি কংগ্রেস ও সিপিএমকে (CPM-Congress)জেলায় শূন্য করে দেওয়ার ডাক দিয়ে কুণাল বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। এরপরই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে তৃণমূলকে জেতাতে হবে। আপনাদের সমর্থনেই ২০২৪ সালের ১৫ অগাস্ট দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সরকার গঠিত হবে। আমরা ইন্দিরা গান্ধীকে সম্মান করি। রাজীব গান্ধীকেও সম্মান করি। কিন্তু এই কংগ্রেস তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এ রাজ্যে সিপিএম নির্বিচারে কংগ্রেস কর্মীদের খুন করেছে। সেই সিপিএমের সঙ্গেই কংগ্রেস এখন হাত মিলিয়েছে। তাই বাংলার মানুষ দু’দলকেই বিধানসভায় শূন্য করে দিয়েছে। শূন্য হয়ে গিয়ে তারা এখন দু’দল মিলে বিজেপির ভাড়াটে সেনা হয়েছে। যেখানে বিজেপি নেই সেখানে তাদের অক্সিজেন দিচ্ছে। ওদের একটাও ভোট দেবেন না। তাহলেই বিজেপির হাত শক্ত হবে। শুভেন্দু একটা ধান্দাবাজ। অমিত শাহের সিবিআই ওর নামে এফআইআর করেছিল। সেখানে থেকে বাঁচতে এখন অমিত শাহদেরই জুতো পালিশ করছে। একটা ধান্দাবাজ, চোর, জোচ্চোর, দলবদলু, তোলাবাজ। এখন সারাদিন ভুলভাল বকছে। রোজই একটা করে তারিখ দিচ্ছে। এসব লোকের কথায় কী প্রতিক্রিয়া দেব? শুভেন্দুর মতো ধান্দাবাজ আবার দেখবেন কোন দিন বিজেপি ছেড়ে অন্য কোথায় চলে গিয়েছে। তবে শুভেন্দু হল জলঢোড়া, আর দিলীপ ঘোষ হল আসল বিষ। উনি আরএসএসের লোক। ওঁকে পেলে কোথাও ছাড়বেন না। দেখলেই কালো পতাকা দেখাবেন। কুণাল ছাড়াও সভায় বক্তব্য রাখেন মালদহ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, রাজ্যের ক্ষুদ্র ও কুটীর শিল্পমন্ত্রী তাজমূল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা যুব তৃণমূল সভানেত্রী ও বিধায়ক চন্দনা সরকার, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মৃণালিণী মাইতি, জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল সহ জেলার নেতৃবৃন্দ।
আরও পড়ুন-সিনেমায় আপত্তি, এবার শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি বিজেপি ঘনিষ্ঠ গেরুয়াধারীর