প্রতিবেদন : গঙ্গাসাগর মেলায় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার গঙ্গাসাগর মেলায় নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Gangasagar- CM Mamata Banerjee)। রাজ্য প্রশাসনের পাশাপাশি নাশকতা ঠেকাতে উপকূল রক্ষীবাহিনীকে বিশেষ নজরদারি চালানোর অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশ সীমান্ত সহ গঙ্গাসাগরের বিস্তীর্ণ জলপথের মাধ্যমে বহিরাগতরা যাতে বেআইনি ভাবে প্রবেশ করতে না পারে, তার জন্য আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে ওই বিশেষ নজরদারি ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তুলতে বড় জাহাজ, লঞ্চ ও একাধিক স্পিড বোট ব্যবহার করবে উপকূল রক্ষীবাহিনী। ভেসেল এবং লঞ্চগুলিতে জিপিএস ট্র্যাকিং রাখা হবে। গঙ্গাসাগরের ঘাটগুলিতে নজরদারি জোরদার করতে ১,৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটারিং সিস্টেম চালু থাকবে। থাকছে মেগা কন্ট্রোল রুম এবং ড্রোনে নিয়মিত নজরদারি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ নজরদারি রাখতে হবে যাতে কেউ বন্দুক নিয়ে ঢুকে অশান্তি করতে না পারে। বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নিরাপত্তা জোরদার করতে হবে। সতর্ক থেকে রুখে দিতে হবে অশান্তির ছক। নিরাপত্তা জোরদার করতে ২,১০০ সিভিল ডিফেন্স সহ একাধিক বাহিনী প্রস্তুত থাকছে। পাশাপাশি রাখা হচ্ছে ১০টি ফায়ার স্টেশন।
আরও পড়ুন-৯১ লক্ষ কৃষককে ২৫৫৫ কোটি অর্থসাহায্য
মেলার ব্যবস্থাপনা নিয়ে মুখ্যমন্ত্রী (Gangasagar- CM Mamata Banerjee) জানিয়েছেন— এবার মেলায় ৩০ লক্ষ পুণ্যার্থী সমাগম হতে পারে তাঁদের যাতায়াতের জন্য ২,৫০০ সরকারি বাস, ৫৫০ বেসরকারি বাস, ৩২ ভেসেল, ২১ জেটির ব্যবস্থা থাকবে। থাকছে ১১টি বাফিং এবং ১০টি পার্কিং জোন। ক্রাউড ম্যানেজমেন্ট টিমের পাশাপাশি থাকছে ৬,৫০০ স্বেচ্ছাসেবক। সাগর তীর পরিষ্কার রাখতে ৩০০ স্বেচ্ছাসেবক। ১০ হাজার টয়লেটের পাশাপাশি রাখা হচ্ছে বিশেষ গার্বেজ ক্লিনিং ব্যবস্থা। গঙ্গাসাগর মেলা সম্পূর্ণভাবে প্লাস্টিক-মুক্ত করা হবে। পুলিশ, পরিবহণ এবং সংবাদমাধ্যমের কর্মীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা। তিনি জানান, স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর দেওয়া হয়েছে। সাগর সহ বিভিন্ন জায়গায় ৩০০টি শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। থাকবে অস্থায়ী পোস্টমর্টেমের ব্যবস্থা। মেলা উপলক্ষে জায়গায় জায়গায় থাকছে স্বাস্থ্য এবং পুলিশ ক্যাম্প। জানা গিয়েছে, পাশাপাশি আলো, গেট সহ সৌন্দর্যায়নের ব্যবস্থাও থাকছে। গেট সাজানোর বিশেষ দায়িত্ব পাচ্ছে তথ্য ও সংস্কৃতি দফতর।
কুম্ভস্নান শুরু হবে ১৮ তারিখ ৬.৫৩ মিনিটে
৮ জানুয়ারি থকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে
মেলায় নজরদারি চালাতে থাকছে মেগা কন্ট্রোল রুমের ব্যবস্থা
১১৫০টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলবে কড়া নজরদারি
পুণ্যস্নানের সময় থাকছে ২৪ ঘণ্টা
পুণ্যার্থীদের সহায়তায় থাকছে সাগরবন্ধুরা
৪টি বার্জ, ৩২ ভেসেল ও ১০০টি লঞ্চ থাকছে
সাগর মেলায় দমকলের ২৫টি ইঞ্জিন থাকছে
মেলার সময় বাড়তি রেল চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর