নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : নির্ধারিত সময়ের আগেই গত আটবারের মতো এবারও চলতি শীতকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লোকসভা ও রাজ্যসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটি৷ বিরোধীদের অভিযোগ, চিন সীমান্ত সমস্যা, মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা এড়াতেই নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে শুক্রবারই সভা মুলতুবি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার৷
আরও পড়ুন-নির্ধারিত সময় থেকে পিছিয়ে অনেক প্রকল্পই
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এ নিয়ে ট্যুইট করে লেখেন, এই নিয়ে টানা আটবার সংসদের অধিবেশনের মেয়াদ ছেঁটে দিল বিজেপি৷ গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াই এক সপ্তাহ আগেই অধিবেশন সমাপ্ত৷ এর আগে এ বছরের বাদল অধিবেশন, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, গত বছরের শীতকালীন অধিবেশন, বাদল অধিবেশন, বাজেট অধিবেনের দ্বিতীয় পর্ব নির্ধারিত সময়ের আগে মুলতুবি হয়৷