প্রতিবেদন : ক্যাম্পাসে মাদকাসক্তি রুখতে এবার কড়া ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ে মদ্যপান বা মাদকসেবন কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ধরা পড়লে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা। নোটিশ দিয়ে এমন সতর্কবার্তা সাম্প্রতিক অতীতে সম্ভবত এই প্রথম। পড়াশোনা চলার সময় এবং পরীক্ষার সময় লাউডস্পিকারের ব্যবহারের ব্যাপারেও দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা।
আরও পড়ুন-আগেই মুলতুবি অধিবেশন
আরও একটি উল্লেখযোগ্য বিষয়, শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন কোনও বাণিজ্যিক কার্যকলাপও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। এই বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রারের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে। ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের স্বার্থেই কর্তৃপক্ষের এই দৃঢ় পদক্ষেপ। লক্ষণীয়, এই বছরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের খোঁজে তল্লাশি চালিয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কয়েকজনের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছিল বলেও খবর। এরই প্রেক্ষিতে নতুন বছরে বিশেষ সাবধানতা। কয়েকমাস আগে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল। গেটের বাইরে এ ব্যাপারে বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থস্থান অধিকার করেছে যাদবপুর।