অংশুমান চক্রবর্তী: শেষ হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবীন্দ্র সদনে আয়োজিত জমজমাট সমাপ্তি অনুষ্ঠান। বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, অনিরুদ্ধ রায়চৌধুরি, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইশা সাহা প্রমুখ। ছিলেন বিদেশের প্রতিনিধিরাও। সবাইকে স্বাগত জানান তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু।
আরও পড়ুন-মাদক নিয়ে কঠোর যাদবপুর বিশ্ববিদ্যালয়
উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন, হইহই করে কেটে গেল কয়েকটা দিন। সাফল্যের অংশীদার হিসেবে আমি গর্বিত। উৎসব সফল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাঁকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেখা হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ২০১১ সালের পর বদলে গিয়েছে চলচ্চিত্র উৎসবের চেহারা— হয়েছে আরও বর্ণময়। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রতিদিন এসেছি। সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে দীর্ঘ লাইন দেখে মনে হয়েছে, এই উৎসব যেন দুর্গাপুজোকেও ছাপিয়ে গিয়েছে। সারা পৃথিবীতে এইরকম চলচ্চিত্র উৎসব আর হয় না। সেরা ছবিগুলোকে প্রদান করা হয় গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড।
আরও পড়ুন-আগেই মুলতুবি অধিবেশন
পুরস্কার তুলে দেন অতিথি এবং জুরি মেম্বাররা। পুরস্কৃতরা জানান সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনেও বিভিন্ন প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল ভিড়। জমে উঠেছিল আড্ডা। সবকিছুর মধ্যে লেগে ছিল উৎসব শেষের বিষণ্ণতা। সিনেপ্রেমীরা অপেক্ষায়— আসছে বছর আবার হবে।