পথনিরাপত্তার প্রচারে সাইকেলে লাভলি

সোনারপুর থানার উদ্যোগে পথনিরাপত্তার প্রচার ও সচেতনতায় সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ও পুলিশ সুপার

Must read

সংবাদদাতা, সোনারপুর : পথনিরাপত্তা নিয়ে মানুষের সচেতনা বৃদ্ধিতে অভিনব প্রচার চলল সোনারপুরে। সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে সাইকেল চালালেন বিধায়ক ও জেলার পুলিশ সুপার। সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের প্রচারে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ও বারুইপুর পুলিশ জেলার সুপার মিস পুষ্পা একসঙ্গে সাইকেল চালালেন।

আরও পড়ুন-বর্ণময় চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

সোনারপুর থানার উদ্যোগে পথনিরাপত্তার প্রচার ও সচেতনতায় সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ও পুলিশ সুপার। পুলিশ সুপারের পাশাপাশি সোনারপুর থানার পুলিশকর্মীরাও র‍্যালিতে অংশ নেন। লাভলি বলেন, ‘বারুইপুর জেলা পুলিশ ও সোনারপুর থানার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। খুবই ভাল উদ্যোগ। মানুষকে সচেতন করার জন্যই এই কর্মসূচি। আমাদের ট্রাফিক সিস্টেম খুব ভাল কাজ করে, তা সত্ত্বেও মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে। দুর্ঘটনা কমানোই লক্ষ্য।’

Latest article