প্রতিবেদন : বাংলার রাজ্যপাল (Governor CV Ananda Bose) হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ শুক্রবার প্রথমবার বিধানসভায় যাবেন সি ভি আনন্দ বোস। তবে তিনি একা নন তাঁর স্ত্রীও সঙ্গে থাকবেন। সস্ত্রীক রাজ্যপালকে স্বাগত জানাতে প্রস্তুত বিধানসভা। আজ বিধানসভায় ঐতিহ্যবাহী ৬৯তম ‘ফুলের মেলা’ (ফ্লাওয়ার শো)-র উদ্বোধন করবেন রাজ্যপাল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সেজে উঠেছে বিধানসভা চত্বর। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী ও বিধায়করা। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিকে এ-রাজ্যের দায়িত্ব পান সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। স্বভাবতই তিনি বিধানসভার অধিবেশনে যেতে পারেননি। ফলে আজকের ‘ফুলের মেলার’ অনুষ্ঠানকে সামনে রেখেই পা রাখতে চলেছেন রাজ্যপাল। এদিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সুসম্পর্কের কথাই তিনি রাজভবন থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে বলেন। এর আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের মতপার্থক্যের ও মনোমালিন্যের বিষয়টি কারও অজানা নয়। বিধানসভার তরফে পাঠানো বহু বিল সে-সময় আটকে ছিল রাজভবনে। নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বিধানসভা এবং রাজ্য সরকার সুসম্পর্ক রেখেই পথ চলতে পারবে বলে অভিমত সকলের।