সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের নিশিন্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকায় এনটিপিসি নতুন একটি ছাইয়ের পুকুর তৈরি করতে চায়। বৃহস্পতিবার এ নিয়ে জেলাশাসক রাজর্ষি মিত্রের উপস্থিতিতে এনটিপিসি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বৈঠকে বসেন। তাতে কোনও সমাধান সূত্র মেলেনি।
আরও পড়ুন-উপাচার্যের কুৎসার জবাবে ফিরহাদ, রবীন্দ্র নয়, আরএসএস আদর্শ আনছেন উপাচার্য
জনপ্রতিনিধিদের দাবি, স্থানীয় পরিকাঠামোর উন্নয়ন না করে নতুন ছাইপুকুর তৈরি হলে সমস্যা হবে। ফলে নতুন ছাইপুকুর তৈরির পরিকল্পনা বিশ বাঁও জলে। ফরাক্কা ব্লকে এনটিপিসির চারটি ছাইপুকুর রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয় তা পাইপের মাধ্যমে ওই পুকুরে এসে জমা হয়। দীর্ঘদিন ধরে এনটিপিসি দাবি করছে, পুকুরগুলোতে নতুন করে ছাই রাখার জায়গা নেই। প্রায় ২৫ বছর আগে ছাইপুকুর তৈরির জন্য প্রায় ২৯৭ একর জমি এনটিপিসি অধিগ্রহণ করে। সম্প্রতি সেখানে নতুন পুকুর তৈরির জন্য এনটিপিসি তৎপর হতেই স্থানীয় ভূমিরক্ষা কমিটি ও গ্রামবাসীরা বিরোধিতা শুরু করে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, এলাকায় একটি সেতু, ভাল জলনিকাশি ব্যবস্থা এবং নতুন রাস্তা তৈরি না করে ছাইপুকুর করলে বর্ষাকালে ঝাড়খণ্ডের পাহাড়ি নদীর জল এসে কয়েক হাজার একর চাষের জমি ভাসিয়ে দেবে। ডুবে যাবে বাড়িঘর।