প্রতিবেদন: বরফে ঢাকা চরম শীতের দেশ থেকে স্লেজগাড়ি করে পৌঁছে গিয়েছেন সান্তাক্লজ। সেজে উঠেছে ক্রিসমাস ট্রি। বেজে গিয়েছে জিঙ্গল বেল। রঙিন আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বোব্যারাক, ঠাকুরপুকুর এবং চার্চগুলি। কেক, পেস্ট্রি আর চকোলেটের গন্ধে ম-ম করছে চারপাশ। নিউ মার্কেটের অলিতে-গলিতে ভিড়। শুরু বড়দিনের উৎসব। ব্যান্ডেল চার্চ, কৃষ্ণনগরও সেজে উঠেছে উৎসবের আলোয়। কলকাতা ও শহরতলির পাশাপাশি অন্যান্য জেলাতেও শুরু ফেস্টিভ্যাল কার্নিভ্যাল। পাহাড়ও মজেছে উৎসবের মেজাজে।
আরও পড়ুন-নন্দীগ্রামের ভেটুরিয়ায় আহত কর্মীদের দেখে কর্মসূচি ঘোষণা কুণাল ঘোষের
দার্জিলিংয়ের ম্যালে পর্যটন দফতরের উদ্যোগে নানান ইভেন্টের আয়োজন করা হয়েছে। ছুটিতে প্রথম পছন্দের ঠিকানা দার্জিলিংয়ে ভিড় করেছেন বহু পর্যটক। পাশাপাশি কার্শিয়াং, কালিম্পং, সিকিমেও হচ্ছে উৎসব পালন। সমতলের শহরগুলিতেও একইভাবে পালন করা হচ্ছে বড়দিন সঙ্গে চলছে নতুন বছরকে বরণ করার জোর প্রস্তুতি। শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিক স্পটগুলিতেও ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অনেকে। উত্তর-দক্ষিণের নদীর ধারে শুরু হয়েছে চড়ুইভাতি। বড়দিন উপলক্ষে হোটেল, রেস্তরাঁগুলিতে চলছে কেক মিক্সিং উৎসব। উৎসাহীদের টানতে কোনও কোনও হোটেল, রেস্তরাঁয় আবার বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে। খাওয়া, থাকার জন্য উৎসবের জন্য স্পেশ্যাল প্যাকেজেরও বন্দোবস্ত করা হয়েছে। সবমিলিয়ে সকলেই এখন ফেস্টিভ মুডে।