আজ সারা বিশ্ব জুড়ে সাড়ম্বরে বড়দিন উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে কাল রাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্তুগিজ চার্চ গিয়ে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশে শান্তি ও সম্প্রীতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের উদযাপনে, আসুন আমরা শান্তি ও সেবার চেতনাকেও আত্মস্থ করি যা যীশু খ্রীষ্টের জীবনের মূল উদ্দেশ্য ছিল। এই উত্সব ঋতু আমাদের জীবনে আনন্দ, উষ্ণতা এবং সমৃদ্ধি যোগ করুক।’
I wish you all a Merry Christmas!
In our celebration, let us also imbibe the spirit of peace & service that the life of Jesus Christ epitomised.
May this festive season add joy, warmth and prosperity to our lives.
— Mamata Banerjee (@MamataOfficial) December 25, 2022
আরও পড়ুন-ফের তুঘলকি আচরণ উপাচার্যের, পাশ করা ছাত্রকে সাসপেন্ড
টিএমসির টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিওও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়দিনের আগের রাতে শতাব্দী প্রাচীন গির্জা ক্যাথিড্রাল অব মোস্ট হোলি রসারির ভিতরে ক্যারলে অংশ নেন। ক্যাথেড্রাল চার্চে পৌঁছে তারা প্রার্থনা করেন। তিলোত্তমায় বুধবার থেকেই বড়দিনের প্রস্তুতি তুঙ্গে। আনন্দের জোয়ারে গা ভাসাচ্ছে শহরের মানুষ।
এই বছরের সেরা আকর্ষণ কলকাতার পার্ক স্ট্রিটে ৩০-ফুট লম্বা ক্রিসমাস ট্রি। জানা গিয়েছে ৩রা জানুয়ারি পর্যন্ত এই ৩০-ফুট লম্বা ক্রিসমাস ট্রি সাধারণের জন্য রাখা থাকবে। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা গোল্ড প্লেটেড এই ক্রিসমাস ট্রি উদ্বোধন করেন ।
আরও পড়ুন-পর্যটকদের পাশে থাকবে ট্যুরিস্ট বন্ধু
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে সকলকে বড়দিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠান। তিনি লেখেন, সবাইকে শুভ বড়দিন! এই আনন্দময় অনুষ্ঠান সকলের জীবনে উষ্ণতা ও শান্তি নিয়ে আসুক আমি এই কামনা করি।আসুন আমরা যীশু খ্রীষ্টের জীবনকেও স্মরণ করি এবং তাঁর মহৎ শিক্ষাগুলিকে আত্মস্থ করি, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে!’
Merry Christmas to all!
I wish that the spirit of this joyous occasion brings warmth & peace in everyone’s lives.
Let us also recall the life of Jesus Christ and imbibe his noble teachings, which continues to inspire millions of people across the globe!
— Abhishek Banerjee (@abhishekaitc) December 25, 2022