বাবুলকে ব্যক্তি আক্রমণের জন্য ক্ষমাপ্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

Must read

বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর তাঁকে জিতেন্দ্র তিওয়ারি তীব্র আক্রমণ করেছিলেন । বাবুলকে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার’ রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছিলেন আসানসোলের এই বিজেপি নেতা। মঙ্গলবারই নিজের ভুল স্বীকার করে নিলেন তিনি। ফেসবুক পোস্ট করে বাবুলের কাছে ক্ষমা চাইলেন জিতেন্দ্র। আর কখনও বাবুলকে ব্যক্তিগত আক্রমণ করবেন না বলেও জানিয়েছেন।ফেসবুক পোস্টে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ‘আমি খুবই দুঃখিত। আমার মন্তব্য বাবুল সুপ্রিয়কে আঘাত করেছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কেবল রাজনৈতিকভাবেই লড়াই করব।’

আরও পড়ুন-‘এই জীবনে শোভন চট্টোপাধ্যায় ডিভোর্স পাবেন না’, স্পষ্ট করে দিলেন রত্না

ঘটনার সূত্রপাত সোমবার জিতেন্দ্র তিওয়ারির এক মন্তব্যকে ঘিরে।ওইদিন তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় যেমন গান করেন, রানু মণ্ডলও তো গান করেন। তাঁর (বাবুল) গান যেমন ভালো লাগে, তেমন রানু মণ্ডলেরও গান ভালো লাগে সবার।’ বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর স্বভাবতই তাঁর সঙ্গে রাজনৈতিক বৈরিতা এসেছে জিতেন্দ্রর। যদিও এই বৈরিতা নতুন নয়। এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসার সময় জিতেন্দ্রকে দলে নেওয়ার বিষয়ে মত ছিল না বাবুলের। আর এবার বাবুলের দলবদলে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না জিতেন্দ্র। শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোনও ইমেজ নেই বলেও তোপ দাগেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র পরাজয়ের উল্লেখ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘যে কারণে তাঁর (বাবুল সুপ্রিয়) খ্যাতি, গান করেন আর্টিস্ট, সেই আর্টিস্টদের জায়গা টালিগঞ্জে তো অরূপদার কাছে ৫৪ হাজার ভোটে হেরেছিলেন।’

একইসঙ্গে আসানসোলে দলের ক্যারিশমার জন্যই বাবুল সুপ্রিয় সাংসদ হয়েছেন দাবি জানিয়ে প্রাক্তন মেয়রের দাবি, ‘এখানে উনি যতবার জিতেছেন মোদিজির মুখ এবং বিজেপির সাংগঠনিক ক্ষমতার জন্য। তাঁর ব্যক্তিগত কোনও ইমেজ নেই। ব্যক্তিগত ইমেজ থাকলে ৫৪ হাজার ভোটে হারত না।’

Latest article