মানা হবে কোভিড বিধি, আজ থেকে প্রাথমিকে ইন্টারভিউ শুরু হচ্ছে

কোভিড-সুরক্ষায় সেই কারণেই পর্ষদের আগাম পদক্ষেপ। যাঁরা ইন্টারভিউ নেবেন এবং দেবেন, প্রত্যেককেই নিতে হবে যথাযথ সতর্কতা।

Must read

প্রতিবেদন : প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে কোভিড বিধি পালন করতে হবে অক্ষরে অক্ষরে। সোমবার এ বিষয়ে জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবারই শুরু হচ্ছে ইন্টারভিউ। প্রথম পর্যায়ে ইন্টারভিউ দেওয়ার কথা দুশোরও বেশি চাকরিপ্রার্থীর। কিন্তু আচমকাই বিভিন্ন দেশে করোনা মাথাচাড়া দেওয়ায় কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য।

আরও পড়ুন-বিজেপির ৪ নেতা-নেত্রীর পদত্যাগ

কোভিড-সুরক্ষায় সেই কারণেই পর্ষদের আগাম পদক্ষেপ। যাঁরা ইন্টারভিউ নেবেন এবং দেবেন, প্রত্যেককেই নিতে হবে যথাযথ সতর্কতা। মাস্ক, স্যানিটাইজার, দূরত্ববিধি— মেনে চলতে হবে সবকিছুই। নির্দেশিকায় জানানো হয়েছে, করোনার সব বিধি মেনেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে আসতে হবে। আসলে সোমবার কলকাতা এয়ারপোর্টে এক বিদেশি সহ দু’জন বিমানযাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারপরই কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ইন্টারভিউ নেবেন একাধিক শিক্ষক। তাই সবরকমের সতর্কতামূলক পদক্ষেপ করা হবে। গত বুধবার প্রথম পর্যায়ের ইন্টারভিউয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদেরই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।

Latest article