সংবাদদাতা, তুফানগঞ্জ : বাংলা (Bengal) ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং কেন্দ্রের বিজেপি সরকারের ভুল কৃষিনীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের সভা অনুষ্ঠিত হল সোমবার তুফানগঞ্জ মহকুমার নাককাটিগাছ অঞ্চলের বড়াইবাড়ি বাজারে। সভায় ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি খোকন মিঞা, আইএনটিটিইউসি জেলা সভাপতি পরিমল বর্মন, মনোজ বর্মা, প্রদীপ বসাক, শচীন্দ্রনাথ বর্মন, পিংকি বর্মন, আব্দুল কালাম আজাদ-সহ অন্য নেতারা।
আরও পড়ুন-চ্যাপলিনের মোমের মূর্তি
সভায় রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘হিন্দু, মুসলমান ও রাজবংশী-অরাজবংশী করে বিজেপি ভোট বৈতরণী পার হতে চায়। বিজেপির এই অভিসন্ধি মানুষ বুঝে গিয়েছে। বিজেপির ডেথ সার্টিফিকেট দেশের মানুষ তৈরি করে রেখেছে। এখন শুধু সময়ের অপেক্ষা।’ এই কথা শুনে সভায় হাজির কয়েক হাজার মানুষ হলেন রীতিমতো উদ্দীপিত।