সংবাদদাতা, বহরমপুর : ভরতপুর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ৬ পঞ্চায়েত সদস্য জেলা তৃণমূল নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসলেন সোমবার দলীয় কার্যালয়ে। ওই প্রধান ও উপপ্রধানকে ডাকা হয়েছে বলে জানান বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমুল সভাপতি শাওনি সিংহরায়।
আরও পড়ুন-তুফানগঞ্জে জনজোয়ারে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি, বিজেপির ডেথ সার্টিফিকেট তৈরি
তিনি বলেন, ‘আবেগবশত ইস্তফা দিয়েছিলেন ওঁরা। আলোচনা করে সমাধান করা হচ্ছে। কেননা ওই পঞ্চায়েতের ১১ সদস্য ইতিমধ্যেই ইস্তফা প্রত্যাহার করেছেন। ভুল বুঝতে পেরে প্রধান-সহ অন্য সদস্যরাও সেই পথেই হাঁটতে চলেছেন। তাছাড়া রাজ্য চাইছে যাঁরা আবাস প্লাস যোজনার পাকা ঘর পাওয়ার যোগ্য তাঁরাই যেন তালিকায় আসেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য,কারও যেন কাঁচা বাড়ি না থাকে। সেই লক্ষ্যে পৌঁছাতে জেলা তৃণমূল দায়বদ্ধ। সেই কারণে মালিহাটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের সঙ্গে আলোচনায় বসা হয়েছে। পঞ্চায়েত প্রধান সৈয়দ নাসিরউদ্দিন বলেন, ‘দলের সিদ্ধান্তই শেষ কথা।’ উল্লেখ্য, গত শনিবার গণইস্তফা দেন প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন সদস্য। ১১ জন ভুল বুঝতে পেরে ইস্তফা প্রত্যাহার করে নেন। কিন্তু প্রধান, উপপ্রধান-সহ ৬ সদস্য ইস্তফা প্রত্যাহার না করায় আলোচনায় বসেন জেলা তৃণমূল নেতৃত্ব। বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘মালিহাটির যে ১৭ জন সদস্য গণইস্তফা দেন সেটা আইন অনুযায়ী হয়নি। তাছাড়া দলীয় নীতি না মেনে ওঁরা দলের সঙ্গে আলোচনা না করেই ইস্তফা জমা দেন।’