সংবাদদাতা, দুর্গাপুর : পরীক্ষা পদ্ধতিতে একগুচ্ছ বেনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ সামনে আসায় পুরো পরীক্ষা প্রক্রিয়াটিকেই বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হল রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। টেট–এসএসসি নিয়ে যখন চারিদিকে শোরগোল তুলছে বিজেপি-সহ বিরোধী দলগুলি, তখন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল)-এ কর্মীদের প্রোমোশনের জন্য জুনিয়র অফিসার পরীক্ষা বাতিল করে দেওয়া হল অস্বচ্ছতার অভিযোগ সামনে আসায়।
আরও পড়ুন-জলাভূমি সংস্কারে কেন্দ্রের বরাদ্দ অমিল, অদৃশ্য পরিযায়ী পাখি
সারা দেশের সঙ্গে সেলের দুর্গাপুর ও ইস্কো ইউনিটের বহু কর্মী এই পরীক্ষা দিয়েছিলেন। ৬ নভেম্বর লিখিত পরীক্ষায় সফলদের ২৬–২৯ ডিসেম্বর তিনদিন মৌখিক পরীক্ষার দিন ধার্য হয়। এবার দেশের ১৪টি সেন্টারে পরীক্ষা হয়। কাঁকসা ব্লকের মলানদিঘির এক বেসরকারি কলেজে দুর্গাপুরের সেন্টার ছিল। ডিএসপির প্রায় ৭০০ কর্মী পরীক্ষা দেন। ফলপ্রকাশের পর দেখা যায় প্রক্রিয়াটিতে রয়ে গেছে নানা অস্বচ্ছতা ও অসঙ্গতি। সফলরা মৌখিক পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছিলেন। এই সময় পুরো পরীক্ষা প্রক্রিয়াটিকেই বাতিল ঘোষণা করায় কেন্দ্রীয় এই সংস্থাটির বিশ্বাসযোগ্যতা নিয়েই উঠে গেল প্রশ্ন। যা নিয়ে বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা। রাজ্যের টেট পরীক্ষা নিয়ে অশান্তি তৈরিতে ব্যস্ত বিজেপি এ নিয়ে কিন্তু স্পিকটি নট।