অনুপম সাহা, কোচবিহার: কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির (BJP) বিধায়ক মিহির গোস্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তারা ডুমুরের ফুল। এই ডুমুরের ফুল যেমন চোখে দেখা যায় না তেমনি কাজেও লাগে না। বুধবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইএনটিটিইউসির প্রতিবাদ সভায় এভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, কোচবিহারের বিজেপি সাংসদ তথা প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী বিপদে স্থানীয়দের পাশে দাঁড়ান না। বাসিন্দারা অভিযোগ করছেন। এটা আমার কথা নয়, ওই নেতারা ডুমুরের ফুল হয়ে গিয়েছেন মানুষ এই কথা বলছেন। ভাদ্র মাসের লাউ আর পৌষ মাসের মুলো যেমন কেউ খায় না, পছন্দও করে না। তেমনি আর এই বিজেপিকে মানুষ পছন্দ করে না। এই বিজেপি (BJP) নেতাদের অবিলম্বে পদত্যাগ করে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। সাধারণ মানুষের কাছে আবেদন এদের ভোট দিয়ে লাভ নেই, এদের প্রত্যাখ্যান করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও পরিষেবার সঙ্গে থাকুন। আগামী দিনে বাংলাকে অখণ্ড রাখতে ও বাংলা জুড়ে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বাংলা ভাগের চক্রান্ত, ১০০ দিনের কাজের টাকার দাবিতে এবং সোনার দোকানের চুরির মামলায় অভিযুক্ত কোচবিহারের সংসদ নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল।
তুফানগঞ্জে দেওচড়ায় ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলীয় চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মন, কিসান খেতমজদুর কমিটির জেলা সভাপতি খোকন মিঞা, মনোজ বর্মা, পুষ্পিতা রায় ডাকুয়া প্রমুখ।