প্রতিবেদন : গবাদি পশু থেকে মানুষের মৃত্যু৷ প্রধানমন্ত্রীর উদ্বোধন করা এই প্রকল্প বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে দুর্ঘটনার কারণে৷ ফের বন্দে ভারতের (Vande Bharat Express- Punjab) ধাক্কায় প্রাণ গেল এক বছর তিনেকের শিশুর। পাঞ্জাবের রোপার এলাকার কিরাতপুর সাহিবের কাছে ঘটে দুর্ঘটনা। উনা থেকে নয়াদিল্লি আসছিল বন্দে ভারত এক্সপ্রেসটি। দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। রেল পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের (Vande Bharat Express- Punjab) রোপার এলাকায় ট্রেনটি পৌঁছতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাবার পিছনে ছুটছিল ৩ বছরের ছোট্ট মেয়েটি। বাবার সঙ্গে রেল লাইন পেরোচ্ছিল। তবে শিশুটির বাবা উপযুক্ত সময় রেল লাইন পেরোতে পারলেও পিছিয়ে পড়ে শিশুকন্যাটি। আর বাবা সেই বিষয়টি বুঝতেই পারেননি। আর যার জেরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে শিশুটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় একরত্তি। তবে এই প্রথম নয়, চলতি বছরের নভেম্বরেই গুজরাটের আনন্দের কাছে এই সেমি হাইস্পিড ট্রেনের ধাক্কায় বিয়াট্রিস আর্চিবল্ড পিটার নামে আমেদাবাদের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল। যাত্রা শুরুর পর থেকেই দুর্ঘটনার কারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেসের নাম। কখনও গবাদি পশুর ধাক্কায় তো কখনও সাধারণ মানুষ, বন্দে ভারতের ধাক্কায় বিকল হয়েছে সেমি হাই স্পিড ট্রেনটির ইঞ্জিন। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে যাত্রা শুরু করেছে এই ট্রেন। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন, দ্রুতগতির ট্রেনটি বাংলায় সফর শুরু করবে। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই এমন দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলল সেমি হাইস্পিড ট্রেনটির ভবিষ্যৎ।
আরও পড়ুন-সস্তায় আর তেল নয়