সংবাদদাতা, ঝাড়গ্রাম: দলমার ১৮টা হাতির একটি পাল রাতভর উপদ্রব চালাল জঙ্গল লাগোয়া কয়েকটি গ্রামে। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৭-৮ কিলোমিটার দূরে। ঝাড়গ্রাম (Jhargram- Elephant) থানার শালবনি গ্রাম পঞ্চায়েতের সিরষি, সাঁওতালডিহা ইত্যাদি কয়েকটি গ্রামে। ঘর ভেঙেছে। মাঠ থেকে তুলে আনা ধান ঝেড়ে গ্রামবাসীরা বস্তাবন্দি করে রেখেছিল। মাটির ঘরের দেওয়াল ভেঙে সেই ধান বার করে খেয়েছে হাতিরা। মাঠের ধান গাছের চারা নষ্ট করেছে। এমনকী গ্রামবাসীদের বাড়ির লাগোয়া বাগানের কলাগাছ খেয়ে, ভেঙে তছনছ করেছে। দিনে হাতিরা সিরষির জঙ্গলে থাকলেও সন্ধ্যা নামলেই ঢুকে পড়ছে জঙ্গল ঘেরা সিরষি, সাঁওতালডিহা, গড়শালবনি-সহ বিভিন্ন গ্রামগুলিতে। সন্ধ্যা নামলেই গৃহবন্দি হয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। প্রাণ যেন হাতে নিয়ে থাকতে হচ্ছে এলাকার মানুষজনদের। মঙ্গলবার রাতের ঘটনা বেশ কাঁপতে কাঁপতে জানালেন সাবিত্রী মাহাত, পুতুল মান্না, বিনোদ মান্না-সহ একাধিক গ্রামবাসী। এদিকে শুধু এই এলাকা নয় ঝাড়গ্রাম জেলা জুড়েই হাতির তাণ্ডব অব্যাহত।ঝাড়গ্রামের (Jhargram- Elephant) বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দাঁতালের দল।ভাঙ্গছে মাটির বাড়ি,নষ্ট করছে ফসল, ঘটছে প্রাণহানির মতো ঘটনা। বেশ কয়েকদিন ধরে শালবনির সিরষি এলাকায় হাতির দল তাণ্ডব চালানোয় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে ঝাড়গ্রামের বালিভাসার জঙ্গলে একটি বাচ্চা হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।হস্তি শাবকটির মৃত্যুর কারণ জানা যায়নি। বনবিভাগ ওই হাতিটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
আরও পড়ুন-শুদ্ধিকরণে কড়া পদক্ষেপ দলের