কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিল সিআরপিএফ। কেন্দ্রীয় আধা সেনার দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিরাপত্তায় কোনও ফাঁক নেই। বিধি মেনেই তাঁর জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে বাধা স্বয়ং রাহুল নিজেই। পরিসংখ্যান দিয়ে সিআরপিএফ জানিয়েছে, প্রাক্তন কংগ্রেস সভাপতি ২০২০ থেকে এ পর্যন্ত ১১৩ বার নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন।
আরও পড়ুন-রেলের কাছে জবাব চাইল সংসদীয় কমিটি
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় একাধিকবার তাঁর নিরাপত্তায় গলদ ছিল বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতারা। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় আধা সেনার কর্তারা পাল্টা রাহুলকেই কাঠগড়ায় তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট, রাহুল গান্ধী নিজেই তাঁর নিরাপত্তা বিধির তোয়াক্কা না করে যার-তার দিকে এগিয়ে যাচ্ছেন। কেউ তাঁর কাছে এলে আলিঙ্গন করছেন। রক্ষীদের পরামর্শ উপেক্ষা করে ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছেন।