প্রতিবেদন : কর্মসূত্রে আজকাল অনেকেই জেলা, রাজ্য বা দেশের বাইরে থাকেন৷ নির্বাচনের সময় অনেকের পক্ষে বাড়ি ফিরে ভোট দেওয়া সম্ভব হয় না৷ সেই সমস্যা এবার দূর হতে চলেছে৷ রাজ্য বা দেশের বাইরে থাকা ভোটাররা যাতে ভোটের সময় নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন৷ এক্ষেত্রে বিশেষ ধরনের ইভিএম (মাল্টি কনস্টিটুয়েন্সি ইভিএম) প্রস্তুত করেছে কমিশন৷ এর মাধ্যমে যে কোনও জায়গা থেকে নিজের কেন্দ্রে ভোট দেওয়া সম্ভব৷ একটি মেশিন থেকেই ৭২টি কেন্দ্রে একসঙ্গে ভোট নেওয়ার কাজ করা যাবে৷ নির্বাচন কমিশন বলেছে, উন্নততর প্রযুক্তির যুগে ভোটদানের ক্ষেত্রে অবস্থানগত বাধা থাকা উচিত নয়৷ তাই এই বিশেষ ব্যবস্থা৷
আরও পড়ুন-তিন বছরে ১১৩ বার বিধি লঙ্ঘন
সম্প্রতি দেশে ভোটদানের হার ক্রমশ কমছে৷ এই প্রবণতায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ সেজন্য এবার থেকে আরভিএম–এ ভোট দান ব্যবস্থা চালু করতে চলেছে৷ ইভিএমের মতোই এক্ষেত্রে রিমোট ভোটিং মেশিন রাখা হবে৷ কর্মসূত্রে অন্যত্র থাকা ভোটাররা নিজের এলাকায় এসে ভোটদান করতে না পারলে এই রিমোট পদ্ধতি ব্যবহার করে ভোটাধিকার করতে পারবেন৷ নয়া পদ্ধতি চালুর বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চাওয়া হয়েছে৷ সেজন্য আগামী ১৬ জানুয়ারি দিল্লির বিজ্ঞানভবনে এক বৈঠকে ৮টি জাতীয় দল, ৫৭টি আঞ্চলিক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছে৷